Fresh retro
投放时间: 2025-03-26 08:00:00
অফার!! ✨অফার!!✨ অফার!!✨
সারা বাংলাদেশে মাত্র ৮০/- ডেলিভারি চার্জ,
সাথে থাকছে ঈদ কার্ড , সালামি কার্ড , বাটারফ্লাই সালামি হোল্ডার , সালামি খাম প্রত্যেকটা মাত্র ৮০/- তে। অফার সীমিত সময়ের জন্য।✨
এবার ঈদ নিয়ে আলাদা কিছু করার ইচ্ছে ছিলো, ছোটবেলার কিছু স্মৃতি নতুন ভাবে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। মনে আছে ছোট থাকতে ঈদ মানেই ছিলো ঈদ কার্ড আর স্টিকার নেবার আমেজ? কার কাছে স্টিকারের কালেকশন সবচেয়ে বেশি আছে এই নিয়ে স্কুলে এক প্রকারের পারা পারি লেগে থাকতো। টিফিনের টাকা জমিয়ে স্টিকার আর ঈদ কার্ড নিতাম।সালামি পাবার খুশিতে ঈদের আমেজ হতো দ্বিগুন। যান্ত্রিক জীবনে এসে কেন জানি সব হারিয়ে ফেলেছি। এবার ঈদটাকে একটু সুন্দর করা যাক। অনেক চিন্তা ভাবনা করে কিছু ঈদ আইটেম এনেছি। এবার আসা যাক কি কি আনেছি সেই বিষয়।
💌 ১. বুকমার্ক : অল্প দামে গিফট দেবার জন্য বেস্ট , বিশেষ করে এই রমজানে যারা কোরআন পড়ছেন তাদের জন্য বুকমার্ক টা প্রয়োজনীয় বলেই আমার মনে হয়।
💌 ২. এনভেলাপ / খাম: আমার পেজ এ আগে থেকেই রেগুলার সাইজ এর এনভেলাপ এভেইলেভেল আছে। ঈদ উপলক্ষে নতুন কিছু ডিজাইন এড করেছি। এক পোস্টে এত ছবি আটানো সম্ভব না তাই ডিটেইলিং ছবি পেজ এ পেয়ে যাবেন। এগুলোর এভারেজ সাইজ ৬.৫"×৫"। সামনে পেছনে আলাদা ডিজাইন, এক ছবিতে দুই এনভেলাপ এর সামনে পেছনের ছবি দেওয়া আছে। সাইজ কাস্টোমাইজ করে নিতে পারবেন।
💌৩.সালামি এনভেলাপ / খাম: সালামি দেবার জন্য সুইটেবেল খাম এভাইলেভেল আছে, এর সামনে পেছনে আলাদা ডিজাইন। এভারেজ সাইজ ৩.২"×৬.২"।
💌৪. ভিন্টেজ স্টিকার: স্টিকারে মধ্যে এখন ভিন্টেজ স্টিকার গুলির জনপ্রিয়তা সবচেয়ে বেশি, দেখতে যেমন সুন্দর জার্নালিং করেও তেমন মজা আছে। ভিন্টেজ থিমের সাথে কিছু কিউট স্টাফ রাখার ট্রাই করেছি। এছাড়া স্টিকারও কাস্টোমাইজ করার সুযোগ আছে তাই নিজ মন মতন থিমে বানিয়ে নিতে পারবেন। স্টিকারের পেকেজিংটা কিন্তু অনেক কিউট ভাবে করেছি।
💌৪. সালামি কার্ড এবং ঈদ কার্ড : দুটো আলাদা ভাবে আর বলছি না, এটার ছবি দেখলেই বুঝবেন। বড়-ছোট দুই সাইজ এর এভেইলেভেল রেখেছি। সাইজ হিসেবে কোস্ট কাউন্ট হবে। কার্ড গুলো আকর্ষণীয় করতে গ্লোসি ফিনিশিং রেখেছি।
💌৫. বাটারফ্লাই থিমে সালামি কার্ড : লাস্ট বাট নোট দ্যা লিস্ট, এটা ঈদের জন্য আমার করা সবচেয়ে ইউনিক আর এট্রাক্টিভ আইটেম, এটার ডিজাইন ও চাইলে কাস্টোমাইজ করতে পারবেন। ডিটেইলিং পিক পেজে আপলোড করে দিব।
আগের সকল প্রোডাক্ট পেজ এ এভেইলেভেল পাবেন, পুরাতন কোনো আইটেম পছন্দ হলে জানাবেন। কমেন্টে প্রাইজ জিজ্ঞেস করলে চেক করার মতন সময় হয়না তাই সরাসরি পেজে ছবি সহ টোকা দিয়েন। সবার ঈদ শুভ হোক, দোয়া রইলো। 💙✨
Page: 𝒥𝒶𝓇𝒾𝓃'𝓈 𝒞𝓇𝒶𝒻𝓉
.
.
#Eid2025 #salamicard #eidsalami #EidSticker #eidvibes #eidcard #GiftIdeas2025 #diylove #EidPreparation #happyeidmubarak #giftitems #eidspecialcollection #bookmarks #journal #stickeraddict #stickercollection #journalwithme
#fypシ #viralpost2025シ #fypシ゚viralシfypシ゚ #envelopes #envelopeart #envelopedesign #vintagefinds #vintagevibes #vintagestyle #salamienvelop #salamiforeid
搜索关键词 eid card, salami card, eid sticker, vintage sticker, gift ideas, eid envelopes, butterfly card, customized gifts, bangladesh eid offer, jarins craft优势 Affordable Eid gift options,Nostalgic designs,Customizable options,Unique butterfly-themed card
展示估值
317972
热度
26119
最新发现时间
2025-03-26 08:00:00
投放天数
210
素材信息
素材类型
素材尺寸
主页ID8289873642117000651
主页名字𝒥𝒶𝓇𝒾𝓃'𝓈 𝒞𝓇𝒶𝒻𝓉
适用范围
人民币汇率走势
CNY
关注我们

新媒网跨境发布
本站原创内容版权归作者及NMedia共同所有,未经许可,禁止以任何形式转载。