remains

投放时间: 2025-01-08 08:00:00
কুকুর বিড়ালের ফাঙ্গাল সংক্রমণ (Fungal Infection)/Skin disease নিয়ে প্রায় প্রতিদিন কম করে হলেও ১০/১৫টা ইনবক্স/কল আসে, কি ব্যবহার করতে হবে ? অনেক চেষ্টা করেও যাচ্ছে না। লোম সব পরে যাচ্ছে। অনেকে চুলকাতে চুলকাতে মাংস উঠিয়ে ঘা করে ফেলেছে। এমন কি শুনেছি চুলকিয়ে নার্ভ ছিঁড়ে ফেলেছে, পরে সার্জারিও করা লেগেছে। আর ভালো হয়ে গেলেও লোম উঠছে না। পরবর্তীতে আবার হচ্ছে। সমস্যার শেষ নেই... কিন্তু আপনি কি জানেন শুধু ওষুধ খাওয়ালেই বা মলম লাগালেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে না? আর আমরা একটু তেই অধৈর্য্য হয়ে যাই ৫/৭ দিন এর মধ্যে ফলাফল চাই। তবে জেনে রাখুন এই রোগ থেকে মুক্ত পেতে হলে আপনার পোষা প্রাণীকে ধৈর্য্য সহকারে মাসের পর মাস পরিচর্যা করতে হবে। আজ আমরা Fungal Infection ও বিভিন্ন ধরনের স্কিন ডিজিস নিয়ে বিস্তারিত আলোচনা করব - ফাঙ্গাল সংক্রমণ (Fungal Infection)/ Skin disease যেমন রিংওয়ার্ম, ক্যান্ডিডিয়াসিস , অ্যাসপারজিলোসিস যা ত্বক, কান, নখে এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে হতে পারে। এই রোগটি বিভিন্ন কারণে হতে পারে এবং এর উপসর্গ, চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কেন ফাঙ্গাল/স্কিন ডিজিজ হয়? ১. আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ: আর্দ্র পরিবেশে ফাঙ্গাস দ্রুত বৃদ্ধি পায়। ২. অপরিষ্কার পরিবেশ: প্রাণীর ঘর এবং শয্যা নিয়মিত পরিষ্কার না করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। 3. দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা: দুর্বল ইমিউন সিস্টেম সম্পন্ন প্রাণীরা বেশি আক্রান্ত হয়। ৪. সংক্রামিত প্রাণীর সংস্পর্শে আসা: অন্য কোনো সংক্রমিত প্রাণীর কাছ থেকে সংক্রমণ হতে পারে। ৫. দীর্ঘ সময় ভেজা থাকা: গোসলের পর ভালোভাবে শুকানো না হলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ৬. শরীরে অনিয়ন্ত্রিত ভাবে ময়লা লোমকূপে জমে থাকলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ৭. দীর্ঘদিন যাবত টিক/ ফ্লী থাকলে শরীরে চুলকানো হয়ে স্কিন ডিজিস হতে পারে। স্কিন ডিজিস/ ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ - ১. ত্বকে গোলাকার বা বৃত্তাকার, দানাদার দাগ ২. লোম পড়া শুরু করা ৩. লালচে বা শুষ্ক ত্বক ৪. চুলকানি এবং ক্ষত ৫. নখ মোটা হয়ে যাওয়া বা ভাঙা ৬. কানের ভিতরে দুর্গন্ধ ও কালচে ময়লা জমা স্কিন ডিজিস/ ফাঙ্গাল ডিজিজ হলে করণীয়- ১. ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন। ২. চিকিৎসকের নির্দেশনায় অ্যান্টি-ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধ এবং ক্রিম ব্যবহার করুন। ৩. কানের সংক্রমণের জন্য কানের ড্রপ: বিশেষ ফাঙ্গাল/ব্যাকটেরিয়াল ড্রপ ব্যবহার করুন। ৪. মেডিসিনের পাশাপাশি ইমিউন সাপোর্ট বাড়াতে হবে। ভিটামিন ও মিনারেলস: সঠিক পুষ্টির মাধ্যমে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়। ৫. ফার(লোম) গ্রো করে এমন সাপ্লিমেন্ট দেয়া। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। (ছোট লোম গজানোর সময় ওদের গা চুলকায় তাই নতুন করে যেন আবার চুলকানো শুরু না করে এই জন্য ত্বকের পুষ্টি ও গুরত্বপুর্ন) ৬. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: প্রাণীর ঘুমানোর জায়গা, খেলার সরঞ্জাম, এবং অন্যান্য জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করুন। সংক্রমিত প্রাণীকে অন্য প্রাণীদের থেকে আলাদা রাখুন যাতে সংক্রমণ ছড়াতে না পারে। ৭. মেডিসিন, সাপ্লিমেন্টস, এগুলোর পাশাপাশি স্কিন ও ফার রিলেটেড খাদ্য প্রদান করুন। খাবারে লবন/তেল/মসলা কোন ভাবেই ব্যবহার করা যাবে না। ৮. গোসলের জন্য Anti Fungal/Medicated shampoo ব্যবহার করুন। গোসলের পর প্রাণীকে ভালোভাবে শুকিয়ে নিন। ৯. গ্রীষ্মকালে ঠান্ডা, শুকনো পরিবেশ নিশ্চিত করুন। ১০ . মল এবং ময়লা দ্রুত পরিষ্কার করুন। সংক্রমণ ছড়ানো বন্ধ করতে নিয়মিত লিটার পরিষ্কার করুন। ১১. নিজেদের সুরক্ষা - প্রাণীর সংক্রমণ থেকে মানুষও আক্রান্ত হতে পারে। সংক্রমিত প্রাণীর যত্ন নেওয়ার সময় হ্যান্ডগ্লাভস ব্যবহার করুন এবং পরে হাত ভালো করে ধুয়ে নিন। প্রতিরোধমূলক ব্যবস্থা- ১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। ২. সঠিক পুষ্টিকর খাদ্য দিন যাতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। এবং মানুষের মত ওদের ও বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস প্রয়জন হয়, সেগুলোও খেয়াল করুন। ৩. নিয়মিত প্রাণীদের গোসল করান এবং পরিষ্কার রাখুন। গোসলের পর ভালো ভাবে শুকিয়ে রাখুন। ৪. টিক/ফ্লি মুক্ত রাখুন। নিয়মিত deworming করুন। ৫. আপনার পোষা প্রাণী কে যত্রতত্র বাহিরে যেতে দিবেন না। *** সতর্কতা এবং নিয়মিত যত্ন আপনার পোষা প্রাণীকে ফাঙ্গাল সংক্রমণমুক্ত এবং সুস্থ রাখতে সহায়তা করবে। *** ফাঙ্গাল সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। রোগের ধরন ও মাত্রা অনুযায়ী তিনি যথাযথ চিকিৎসা প্রদান করবেন। *** ফাঙ্গাল সংক্রমণ দ্রুত সনাক্ত করে চিকিৎসা শুরু করলে এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং আপনার পোষা প্রাণী সুস্থ থাকে। *** সুস্থ ও সংক্রমিত প্রাণীদের আলাদা রাখুন। "আমাদের দেশে ভেট মেডিসিন এর স্বল্পতা থাকায় অধিকাংশ সময় আমাদের দেশের প্রাণী চিকিৎসক হিউম্যান মেডিসিন সহনীয় মাত্রায় প্রেসক্রাইব করে থাকেন। তবে আমাদের কিছু অল্প সংখ্যক ভেট মেডিসিন ও সাপ্লিমেন্টস আছে, যা চাইলে আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে পারেন।" এই সমস্ত পোস্ট অনেক বছরের অভিজ্ঞতা ও অনেক ধরনের সার্ভে থেকে দেয়া হয়, তাই এক সেকেন্ড কপি করে নিজের পোস্ট হিসেবে চালিয়ে না দিয়ে শেয়ার দেয়ার অনুরোধ রইল । Team Fur Babies Safety #petmedicines #petsupplements #furbabiessafety #antifungal #catcare #veterinary #PetCare #antibacterial
搜索关键词 pet fungal infection, pet skin disease, dog skin care, cat skin care, veterinary advice, pet supplements, antifungal treatment, pet healthcare, Fur Babies Safety, pet skin problems优势 Comprehensive information on fungal infections and skin diseases in pets.,Guidance on treatment and prevention.,Emphasis on long-term care and patience.
展示估值
548768
热度
45103
最新发现时间
2025-01-08 08:00:00
投放天数
210

平台 & 渠道

投放渠道 facebook
系统 pc
语言 bn

素材信息

素材类型
素材尺寸
主页ID8289873642117751145
主页名字Fur Babies Safety

适用范围

适用人群both
劣势Relies on text only, no visual aids.,Limited availability of vet medicine in the country mentioned.
情感Informative
人民币汇率走势
CNY
亚马逊热销榜
共 0 SKU 上次更新 NaN:NaN:NaN
类目: 切换分类
暂无数据
暂无数据
关注我们
新媒网跨境发布
本站原创内容版权归作者及NMedia共同所有,未经许可,禁止以任何形式转载。