Betterment for Business
投放时间: 2024-12-13 08:00:00
৪৭তম বিসিএস প্রিলিমিনারি যাদের টার্গেট তারা অবশ্যই পড়ুন-
১। প্রথমেই #প্রিসেপটর্স_বিসিএস_প্রশ্নব্যাংক বইটি ভালোভাবে শেষ করুন। বইটি বিষয়ভিত্তিক সাজানো হয়েছে, ফলে খুব সহজেই আপনি আপনার শক্তিমত্তা/দুর্বলতা অনুসারে বইটি থেকে অনুশীলন ও রিভিউ করতে পারবেন। এ বইটিতে প্রতিটি প্রশ্নের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, প্রযোজ্য ক্ষেত্রে সাম্প্রতিক তথ্য সংযোজন ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্যাদি যোগ করা হয়েছে।
২। প্রশ্নব্যাংক শেষ হলে একটানা #প্রিসেপটর্স_ডাইজেস্ট বইটি ভালোভাবে পড়ে ফেলুন। ডাইজেস্ট হলেও বইটি পূর্ণাঙ্গ, তাই বার বার রিভিশন দেওয়ার বিকল্প নাই। এ বইটি থেকেই প্রিলি পাশ করার মতো প্রশ্ন কমন পাবেন ইন-শা-আল্লাহ।
উল্লেখ্য, প্রিসেপটর্স ডাইজেস্ট ও প্রিসেপটর্স প্রশ্নব্যাংক এর ৪৭তম বিসিএস সংস্করণ (আপডেটেড) এখন বাজারে পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রিসেপটর্স ফেসবুক পেইজ ও গ্রুপে এ দুটি বইয়ের উপর নির্ধারিত রুটিন অনুযায়ী ফ্রি পরীক্ষা নেওয়া হচ্ছে।
৩। প্রিসেপটর্স বিসিএস প্রশ্নব্যাংক ও প্রিসেপটর্স ডাইজেস্ট পড়ার পরে যদি কোনো বিষয়ে আপনার এখনো দুর্বলতা থাকে বা আপনি মনে করেন আরো অনুশীলন দরকার তাহলে সংশ্লিষ্ট বিষয়/অধ্যায় বোর্ড বই কিংবা কোনো বিষয়ভিত্তিক গাইড বই থেকে দেখে নিতে পারেন।
৪। এ পর্যায়ে, প্রিসেপটর্স মডেল টেস্ট বই থেকে নিজে নিজে ঘরে বসে মডেল টেস্ট দিন ও নিজের প্রস্তুতি যাচাই করুন।
৫। সবশেষে, সাম্প্রতিক তথ্যের জন্য পরীক্ষার মাসখানেক আগে থেকে প্রিসেপটর্স সাম্প্রতিক হাইলাইটস নামক ছোট্ট বইটি একবার পড়ে নিবেন।
সফলতার কোনো শর্টকাট নেই, পরিশ্রম করুন এবং বারবার রিভিশন দিন। ইন-শা-আল্লাহ ভালো করবেন।
বিনীত
প্রিসেপটর্স টিম।°°
搜索关键词 bcs preparation, preceptors bcs, bcs question bank, digest book, model test, bcs exam guide, current affairs, free exam, study material, competitive exam优势 বিষয়ভিত্তিক সাজানো,পূর্ণাঙ্গ ব্যাখ্যা,ফ্রি পরীক্ষা
展示估值
172222
热度
14129
最新发现时间
2024-12-13 08:00:00
投放天数
210
素材信息
素材类型
素材尺寸
主页ID8289873642118074246
主页名字BCS Preceptors'
产品信息
人民币汇率走势
CNY
关注我们

新媒网跨境发布
本站原创内容版权归作者及NMedia共同所有,未经许可,禁止以任何形式转载。