problem-solving
২৩ ভিত্তিকের সিনিয়র অফিসারে ১৫৫৪ টি পোস্ট! তাই 22 Based SO তে যা হবার হয়েছে, সব ভুলে এবার ২৩ ভিত্তিকে মনোযোগী হোন। সামনে আবার বিবি এডির সার্কুলারও আসবে বলে শোনা যাচ্ছে।
২৩ ভিত্তিক সিনিয়র অফিসার কিংবা বিবি এডি--সবকিছুর জন্যই পারফেক্ট ব্যাচ হলো PUZZLE-এর প্রিলি+রিটেন ব্যাচ ৭। পাশাপাশি এই ব্যাচে ২২ ভিত্তিকের OG-এর জন্য প্রিলি প্র্যাকটিস এক্সাম দেয়ার সুযোগও আছে। এই ব্যাচে মূল পরীক্ষা শুরু ২৪ জুন থেকে।
এখন প্রতিযোগিতা এতো বেশি যে, আপনি যদি পড়াশোনায় একবার অনিয়মিত হয়ে পড়েন তাহলে পরীক্ষার আগের ১ মাসে বিবি এডি বা সিনিয়র অফিসার ক্র্যাক করা একরকম অসম্ভব। তাই পরীক্ষা ৬ মাস পরে হলেও এখন থেকেই নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার মধ্যে থাকাটাই বুদ্ধিমানের কাজ।
পরীক্ষায় ভরপুর এই Batch-7 এ ভর্তি হতে বিস্তারিত কমেন্টে দেখুন।