渠道
筛选
共 0 个广告
gendergender

gender

একটি জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন🙏🙏 আসসালামু আলাইকুম, পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন -এর নিবেদিতপ্রাণ সদস্য সায়িদা আনজুম আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে লড়ছেন। তার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে এবং তিনি বর্তমানে মিরপুর-২, কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ৪র্থ তলা, রুম নম্বর-৫০৭ এ চিকিৎসাধীন আছেন। ডাক্তার জানিয়েছেন, অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ টাকা, যা একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। সায়িদা আনজুম নিজে একসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, ভালোবাসা আর সহানুভূতির হাত বাড়িয়েছেন। আজ ভাগ্যের নির্মম পরিহাসে তিনি নিজেই সাহায্যের অপেক্ষায়। আমরা বিশ্বাস করি—আপনার আমার ছোট ছোট সহযোগিতা একত্রিত হলে এই অসম্ভব বাধা অতিক্রম করা সম্ভব। 📌 বিকাশ নম্বর: 01646789546 Bkash (পার্সোনাল) আপনার ৫০ টাকার সাহায্যও একটি জীবন বাঁচাতে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। একটি জীবন, আপনার সহানুভূতিতে ফিরে পেতে পারে নতুন আলো। আপনার মূল্যবান সহায়তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব।
facebook 孟加拉国
10069
热度
120154
展示估值
248
投放天数
2025-01-11
最新发现