Website builder tools
🔴 ডেভেলপার যদি আপনার ডোমেইন নিজের নামে রেজিস্টার করে রাখে?
👉 বাংলাদেশে অনেক ব্যবসায়ী ওয়েবসাইট তৈরির সময় পুরো দায়িত্ব ডেভেলপারের হাতে দেন। ডোমেইন, হোস্টিং, ডিজাইন - সব কিছু ডেভেলপার করে দেয়।
কিন্তু সমস্যা তখনই হয়, যখন ডোমেইনের মালিকানা আপনার নামে নয়, ডেভেলপারের নামে থাকে!
❗❗ ভাবুন, আপনি example.com দিয়ে ব্যবসা করছেন, ব্র্যান্ড তৈরি করেছেন, কিন্তু সেই ডোমেইনের লিগ্যাল মালিক আপনি নন!
এখন যদি ডেভেলপারের সাথে সম্পর্ক খারাপ হয়—সে হয়তো যোগাযোগ বন্ধ করে দেবে, বা ডোমেইনের নিয়ন্ত্রণ ফেরত দিতে বাড়তি টাকা চাইবে। তখন আপনি নিজের ওয়েবসাইটেও কিছু করতে পারবেন না।
💡 ডোমেইন শুধুমাত্র ওয়েব ঠিকানা নয়—এটা আপনার ডিজিটাল সম্পদ, আপনার ব্র্যান্ড আইডেন্টিটি। আইনগতভাবে এর মালিকানা রাখা আপনার অধিকার।
🚩 যেভাবে সমস্যার আগেই সমাধান করবেন:
★ নিজের নাম, ইমেইল ও এনআইডি ব্যবহার করে ডোমেইন রেজিস্ট্রেশন করুন ।
★ কন্ট্রোল প্যানেল নিজের কাছে রাখুন।
★ কাজের চুক্তিতে মালিকানার শর্ত উল্লেখ করুন।
🌐 সচেতন না হলে আপনি নিজের ব্র্যান্ড হারাতে পারেন। আপনি যদি এমন সমস্যায় থাকেন—সমাধানের পথ আছে।
Call: 01612-265687
For Domain Registration visit:
https://colourspray2022.supersite2.srsportal.com