descriptive
যুদ্ধ বেধেছে মানুষের সঙ্গে মেশিনের, এ যেন ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধ, হয়তো এটাই শেষ যুদ্ধ ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (A.I) এতটাই উন্নত হয়েছে যে সমগ্র বিশ্বের, সমগ্র উন্নতির এবং অবনতির সর্বক্ষেত্রেই এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে এবং আগামীতে আরো শক্তিশালী হতে চলেছে । সর্বক্ষেত্রের একটা হল শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাপনার প্রত্যেকেই প্রায় Wrong Number Dial করছেন ........... নমুনা হিসাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা কি পড়াবেন বর্তমানে সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়িয়ে দিচ্ছেন । কি পরীক্ষা নেবেন অর্থাৎ Informative, Descriptive, Traditional, etc প্রশ্নপত্র তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে গেছে । উত্তরপত্র এরাই দেখছে । আরো বহু কিছু বলে শেষ করা যাবে না । আপনি প্রশ্ন করতেই পারেন কোনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারবে না ! আমি বলব সব পারবে কিন্তু কতগুলি বিষয় আছে সেগুলি পারবে না । সেই পারবেনা জায়গাতেই আমাদের মূল কাজটা করতে হবে। মূল কাজটা কি বলুন তো ! মূল কাজটা হলো কিভাবে পড়াবেন ? কিভাবে এবং কেন ইত্যাদি ! এটা নিয়ে দীর্ঘ আলোচনা, প্রশিক্ষণ ও গবেষণার প্রয়োজন । এবং বাস্তবে এটার প্রয়োগ প্রয়োজন । যুগ আলোর গতিবেগে বদলে গেছে । বাকি আর কিছু নেই সম্ভবত, বোকার মতো এমনটাই মনে হচ্ছে। কিন্তু মূল কাজটা আপনি করবেন কিভাবে ? শিক্ষক শিক্ষিকাদের সঠিক প্রশিক্ষণ নেই তো !
সুদীর্ঘ আলোচনা, গবেষণা, প্রশিক্ষণ , সেমিনার, কর্মশালা ইত্যাদির আবশ্যিক প্রয়োজন হয়ে পড়েছে , নাহলে আমরা বহু কিছু হারাতে চলেছি ।
Contd....
Sk Habib
31/12/2024
@highlight